অপরাধ
পার্বতীপুরে সুদের টাকা পাওনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের মারপিট, আহত ২ ॥

পার্বতীপুর, দিনাজপুর প্রতিনিধিঃ
পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউপির রসুলপুর গ্রামে সুদের টাকা পাওনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ মোঃ আনোয়ার মন্ডল গংদের মারপিটের ঘটনায় আহত ২।
পার্বতীপুর উপজেলার রসুলপুর গ্রামের শাহাবুদ্দিন মন্ডলের পুত্র মোঃ সাদেকুল ইসলামের কয়লা খনি পুলিশ ফাড়িতে দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৮টায় রসুলপুর গ্রামের মোঃ আফছার আলীর পুত্র মোঃ আনোয়ার মন্ডল (২৫) ও অন্যান্যদেরকে নিয়ে সাদেকুল ইসলামের বাড়িতে সুদের টাকা চাইতে এসে তার স্ত্রী মেহের বানু বেগম (২৫) ও মেয়ে সাদিয়া আক্তার মুন (১২) কে মারপিট করে এবং বাড়ি ভাংচুর করে। এই ঘটনায় ভুক্তভোগী মোঃ সাদেকুল ইসলাম আনোয়ার মন্ডলের বিরুদ্ধে বড়পুকুরিয়া পুলিশ ফাঁড়ি কেন্দ্রে মারপিটের ঘটনায় একজনকে অভিযোগ করে সাধারণ ডাইরী দায়ের করেন। যার নং-৩৯০, তারিখ-১৩/০৩/২০২৩ইং। মারপিটের ঘটনায় সাদেকুল ইসলাম জানান, আমি অন্যের নিকট থেকে টাকা নিয়ে দিয়েছিলাম আনোয়ার মন্ডলকে। টাকা দিতে না পারায় চুক্তিপত্র করে দিয়েছি। টাকা তুলতে না পারায় আমার বাড়িতে এসে আনোয়ার মন্ডল গংরা হামলা করে আমার স্ত্রী ও পুত্রকে আহত করে। আহত অবস্থায় ঐ দিনই চিকিৎসার জন্য ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করি। চিকিৎসা শেষে তাদের বিরুদ্ধে আমি আইনগত ব্যবস্থা নিব।
Comments