আইন-আদালত

বোচাগঞ্জে চোরাই ও অসুস্থ্য ছাগলের মাংস বিক্রি করায় জেল ও অর্থদন্ড॥

বোচাগঞ্জ, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী সেতাবগঞ্জ বাজারের মাংসের দোকানে অসুস্থ্য ও চোরাই ছাগলের মাংস বিক্রি করা হয় এই অভিযোগ দীর্ঘদিনের হলেও এব্যাপারে কোন উদ্যোগ গ্রহন করা হয়নি। গতকাল শনিবার সকাল ১০ টায় মাংস বিক্রেতা মোঃ জহিরুলের দোকানে ১টি ছাগল জবাই করতে গেলে জৈনিক এক ব্যাক্তি ছাগলটি তার নিজের বলে দাবী করে। এক পর্যায়ে লোকটি জানায় তার ছাগলটি অন্তঃসত্বা। এরই মধ্যে ছাগলটি জবাই করা হলে দেখা যায় ছাগলের পেটে বাচ্চা আছে। এই খবর ছড়িয়ে পড়লে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল মাংস বাজারে অভিযান পরিচালনা করেন। এতে চোরাই ছাগলের মাংস বিক্রেতা মোঃ জহিরুল আসলাম পালিয়ে যায় । এসময় জহিরুলের শ্যালক মোঃ শুভ চোরাই ছাগলের মাংসসহ ভ্রাম্যমান আদালত পরিচালনাকারীদের হাতে আটক হোন। এসময় আটক মোঃ শুভ কে ভোক্তা অধিকার সংরক্ষন আইন ২০০৯ এর ৫২ ধারায় ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রম্মমান আদালত। অনাদায়ে আরো ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে বোচাগঞ্জ থানা পুলিশের হাতে সপোর্দ করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ছন্দা পাল। তিনি জানান, মাংস বিক্রেতা জহিুরলকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments