কৃষি

পীরগঞ্জে কৃষি প্রনোদনার সার বীজ বিতরণ

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ আজ ২৫ মার্চ শনিবার রংপুরের পীরগঞ্জে তালিকা ভুক্ত কৃষকদের মধ্যে আনুষ্ঠানিক ভাবে প্রনোদনার সার ও বীজ বিতরণ করা হয়েছে। এদিন কৃষকদের হাতে আউষ ধানের বীজ ও পাট বীজ এবং সার তুলে দেন সাবেক সংসদ সদস্য,বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান নুর মোহাম্মাদ মন্ডল ও উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায়। কৃষি বান্ধব সরকারের কৃষি নীতি, কৃষি ক্ষেত্রে ভর্তুকী এবং প্রণোদনা নিয়ে কথা বলেন কৃষি অফিসার মোঃ ছাদেকুজ্জামান সরকার। এসময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ সভাপতি অধ্যাপক নুরুল আমিন রাজা,অফিসার ইনচার্জ জাকির হোসেন, পৌর আওয়ামীলীগ নেতা আসিয়ার রহমান মাষ্টার। চলতি মৌসুমে পীরগঞ্জ উপজেলার ৫ হাজার ৭শত কৃষককে প্রনোদনার আওতায় তালিকাভুক্ত করা হয়েছে। এদের মধ্যে ধান চাষীরা পাচ্ছেন আউষ ধানের বীজ ৫ কেজি এবং ডিএপি ও ইউরিয়া সার ১০ কেজি করে। ১ হাজার পাট চাষিকে দেয়া হচ্ছে ১ কেজি করে পাট বীজ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments