সারাদেশ

পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। রবিবার ভোরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের শুভ সূচনা হয়। পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক, সাংষ্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমে পীরগঞ্জের সাংসদ স্পিকার ড. শিরিণ শারমিন চৌধুরীর পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় শহিদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, রওশন আরা রীনা, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি নুরুল আমিন রাজা, সাধারন সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, একে একে উপজেলা আওয়ামী লীগ,সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ, কৃষক লীগ, মহিলা আওয়ামীলীগ, মুক্তিযোদ্ধা, পীরগঞ্জ প্রেসক্লাব, সাপ্তাহিক বজ্রকথা, জাগো বাহে ২৪.কম, গ্রীণ ভিশন, শিক্ষক সমিতি, ডিএসসি কো-অপারেটিভ সোসাইটি, সমাজতান্ত্রিক জাসদ,জাতীয় পার্টি , বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিসহ বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে।এছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে ফুল দিয়ে শহীদদের স্মরণ করে স্থানীয় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক দল।
সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহিদ মিনার মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, শরীর চর্চা ও ডিসপ্লে প্রদর্শন করে। বিকাল ৪ টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপজেলা অডিটোরিয়াম হলরুমে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রাণী রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন পীরগঞ্জ উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ছাত্তার,পীরগঞ্জ পৌর মেয়র এসএম তাজিমুল ইসলাম শামীম, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইন্সপেক্টর জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক নুরুল আমীন রাজা, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা ভিপি হারুনসহ পীরগঞ্জের বীর মুক্তিযোদ্ধাবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান। অনুষ্ঠান শেষে বীর মুক্তিযোদ্ধাদের পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। নতুন প্রজন্ম অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়বে সেই প্রত্যাশা করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments