ধর্ম

বৃহস্পতিবার পর্যন্ত বাড়ল হজযাত্রী নিবন্ধনের সময়

ষষ্ঠবারের মতো হজযাত্রী নিবন্ধনের সময় বাড়িয়েছে সরকার। নতুন সময়সীমা অনুযায়ী আগামী বৃহস্পতিবার (৩০ মার্চ) পর্যন্ত সরকারি ও বেসরকারিভাবে হজযাত্রী নিবন্ধন করা যাবে। সোমবার ধর্ম মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কোটা পূরণ না হওয়ায় সময় বাড়িয়েছে মন্ত্রণালয়।
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৮৯২ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ৭ হাজার ৪৮২ জন হজযাত্রী নিবন্ধন করেছেন।
তবে, এখনও নিবন্ধনের বাকি প্রায় ১০ হাজার হজযাত্রী। এজেন্সিগুলো বলছে, এবার হজের খরচ অস্বাভাবিক বৃদ্ধির কারণে নিবন্ধনে সাড়া মিলেছে কম। এর আগে ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা থাকলেও পাঁচদিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। কিন্তু কোটা পূরণ না হওয়ায় এরপর আরও পাঁচ দফা সময় বাড়ানো হলো। চলতি বছর হজযাত্রায় বাংলাদেশের কোটা ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments