সারাদেশ
পীরগঞ্জে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ি ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উদ্যোগ ওপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার হাইওয়ে পুলিশ ফাঁড়ির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার হাইওয়ে সার্কেল রংপুর জাহিদুর রহমান চৌধুরী, এতে বড়দরগাঁহ হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ সোলায়মান শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন শঠিবাড়ী বাস মালিক সমিতির সভাপতি রাকিবুল ইসলাম, সাধারন সম্পাদক শরিফুল ইসলাম সহ স্থানীয় শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। বক্তরা বলেন আসন্ন ঈদ-উল ফিতর উপলক্ষে মহা সড়কে দুর্ঘটনা হ্রাস, চুরি ডাকাতি প্রতিরোধ, থ্রি হুইলার চলাচল বন্ধ,যাত্রী হয়রানী বন্ধসহ মহাসড়কে শৃংখলা আনায়ন এবং জনসচেতনা বৃদ্ধির জন্য উদাত্ত আহবান জানান।
Comments