অপরাধ

বিরলে মাদকসেবনকারির আঘাতে একজন আহত ঘটনায় আদালতে অভিযোগ দায়ের

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের বিরলে পুর্ব শত্রুতার জের ধরে শুকুর আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরত্বর আঘাত করার মাদকসেবনকারীদের বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের। অভিযোগটি আমলে নিয়ে বিরল থানার অফিসার ইনচার্জকে আইনগত ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালতের বিচারক।
অভিযোগে জানা গেছে, বিরল উপজেলার বিরল পৌরসভাধীন ব্রম্মপুর গ্রামের আনছার আলীর ছেলে রাসেল (২৫) গত শুক্রবার বিকেলে আহত শুকুর আলীর বাড়ী সংলগ্ন পুকুর পাড়ে মাদক সেবন কালে শুকুর আলীর স্ত্রী বাদীনি কহিনুর বেগম (৩০) বাধা নিষেধ করায় বাদীনিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। ওই দিন সন্ধ্যায় মাদক সেবনকারি রাসেল দলবদ্ধ হয়ে ওই পুকুর পাড়ে আবারও মাদক সেবন করতে থাকে। এমন সময় বাদীনি স্বামী শুকুর আলী বাড়ি থেকে বাইরে বের হলে মাদকসেবী রাসেলসহ অন্যান্যরা তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। মাদকসেবীদের ধারালো অস্ত্রের আঘাতে শুকুর আলীর নাকের উপর ও মাথায় রক্তাক্ত জখম হয়। শুকুর আলীর চিৎকারে শুকুর আলীর স্ত্রী কহিনুর বেগম (৩০) এগিয়ে গেলে তাকেও মারডাং করে এবং পড়নের কাপড় টানা হেচরা করে শ্লীনতাহানী ঘটায়। তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মাদকসেবীরা পালিয়ে যায়। পরে শুকুর আলীকে গুরুত্বর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তার উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানন্তর করে। মাদকসেবীদের আঘাতে শুকুর আলীর নাকের উপর ১০ টি সেলাই এবং মাথায় ৪ টি সেলাই হয়েছে বলে বাদীনি কহিনুর বেগম জানান। এঘটনায় শুকুর আলীর স্ত্রী কহিনুর বেগম বাদী হয়ে একই এলাকার মৃত মাহবুর রহমানের ছেলে শহিদুল ইসলাম (৩৫), আনছার আলীর ছেলে রাসেল (২৫), শুকরুর ছেলে ফাইমুল ইসলাম (২২), মৃত জহুরুল ইসলামের ছেলে ফিরোজ (২২) ও এরশাদ আলীর ছেলে হাবিবকে বিবাদী করে গত ২৮ মার্চ জেলা দিনাজপুরের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত (বিরল) এ লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে বিরল থানার অফিসার ইনচার্জকে আইনী ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন বিজ্ঞ আদালতের বিচারক।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments