কৃষি
পলাশবাড়ীতে পাটচাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধাঃ
উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণের লক্ষ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় “আদর্শ পাটবীজ চাষী ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তরের আয়োজনে পলাশবাড়ী উপজেলা টাউন হলের এ কর্মশালার আয়োজন করা হয়।
উপজেলা পাট কর্মকর্তা খোকন সরেনের সভাপতিত্বে “সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ” এ প্রতিপাদ্যের ওপর কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহি অফিসার কামরুজ্জামান নয়ন,রংপুর পাট অধিদপ্তর সহকারী পরিচালক সোলাইমান, গাইবান্ধা জেলা কৃষি অধিদপ্তরের বেলাল উদ্দিন, গাইবান্ধা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মাজেদুল ইসলাম,পলাশবাড়ী উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা সাইফুনাহার সাথী প্রমুখ।কর্মশালায় পলাশবাড়ী পৌরসভাসহ উপজেলার ৮ ইউনিয়নের ১৫০ জন পাটচাষী অংশ নেন।
Comments