September 19, 2024
জাতীয়

গোপালগঞ্জে উৎপাদিত সবজি গণভবনে

গোপালগঞ্জের টুঙ্গীপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল গণভবনে আনা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবজিগুলো গ্রহণ করেছেন।বুধবার (৫ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এর বেশ কয়েকটি ছবি পোস্ট করে এসব তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।
পোস্টে তিনি লিখেন, বিশেষ উদ্যোগের অংশ হিসেবে গোপালগঞ্জ জেলার টুঙ্গীপাড়া ও কোটালিপাড়ার পতিত জমিতে উৎপাদিত শাকসবজি ও ফলমূল সকালে গণভবনে আনা হলে সেগুলো পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে গত শনিবার (৭ জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়নের পুবের বিলের পৈতৃক জমি পরিদর্শন করেন। জলাভূমির অন্তর্গত এ অঞ্চলের জমিগুলো বছরের ৮ থেকে ৯ মাস পানির নিচে থাকে। ভাসমান বেডে সবজি ও অন্যান্য ফসল চাষ করার জন্য এসব জমি উপযোগী করার নির্দেশনা দেন সরকারপ্রধান।
এ সময় দেশের সব অনাবাদি জমি চাষাবাদের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, কোথাও এক ইঞ্চি জমিও যেন খালি না থাকে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments