সারাদেশ

হেলমেট ব্যবহারে উদ্বুদ্ধ করতে খানসামা থানা পুলিশের আয়োজনে ট্রাফিক সচেতনতা সভা

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ চলাচলের সময় হেলমেট ব্যবহারে চালক ও আরোহীকে উদ্বুদ্ধ ও ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে দিনাজপুরের খানসামা থানা পুলিশের আয়োজনে ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ মার্চ) সকালে উপজেলার ভেড়ভেড়ী ইউনিয়ন পরিষদ হলরুমে এই সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়। ওসি কামাল হোসেনের সভাপতিত্বে ভেড়ভেড়ী ইউনিয়ন বিট ইনচার্জ এস আই আলমাস হোসেনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বাবুল,ইউপি সদস্যগণ ও সুধীজন।

সভায় ওসি কামাল হোসেন বলেন, অধিকাংশ সড়ক দূর্ঘটনা ঘটে আমাদের সচেতনতার অভাবে। ট্রাফিক আইন জানার পরও আমরা অনেকে মানি না। সকলে ট্রাফিক আইন মেনে চলাচল করলে আশা করি দূর্ঘটনা কমে যাবে এবং হেলমেট ব্যবহার করার ফলে বড় ক্ষতির হাত থেকে চালক ও আরোহী রক্ষা পাবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments