September 19, 2024
সারাদেশ

রংপুরের মেরিন একাডেমিতে বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ রংপুরের পীরগঞ্জে বাংলাদেশ মেরিন একাডেমি’র ফাইনাল বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার সকালে বাংলাদেশ মেরিন একাডেমি রংপুর হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিতর্ক প্রতিযোগিতার বিষয় ছিলো সোশ্যাল মিডিয়া সামাজিক জীবনকে বাধাগ্রস্থ করার একমাত্র মাধ্যম। মিন টপ গ্রুপ বিপক্ষে এবং মিজন টপ গ্রুপ পক্ষে বিতর্ক প্রতিযোগিতা করে। প্রতিযোগিতা শেষে বিচারকরা মিজন গ্রুপকে ফাইনাল চ্যাম্পিয়ন ঘোষনা করে। পরে বিজয়ী প্রতিযোগি ক্যাডেটদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন, জিরেক্স শিপিং কো. লিমিটেড’র ক্রু ম্যানেজার ক্যাপটেন লিউ ইয়াং, মেরিন হাইভ লিমিটেড পরিচালনা পরিচালক ইঞ্জিনিয়ার ওমর শরীফ আরেফিন, বাংলাদেশ মেরিন একাডেমি রংপুরের ক্যাপ্টেন কমান্ড্যান্ট মোঃ শফিকুল ইসলাম সরকার, এ্যাডজুটেন্ট লেঃ কমান্ডার এস এম জায়েদুল ইসলাম, ভিজিটিং লেকচারার ক্যাপ্টেন মোঃ রিজওয়ানুল বারি, ভিজিটিং লেকচারার চিফ অফিসার মোঃ আবুল কালাম আজাদ, চিফ ইঞ্জিনিয়ার মোঃ মেহফুজউল শাহিদ, ইঞ্জিনিয়ার আলফাজুর রহমান, লেঃ কমান্ডার জি এম মশিউর রহমান (অবঃ), ভিজিটিং লেকচারার নাফিস আল মুবিন, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আল আমিন বিন মিজান, নৌপ্রশিক্ষক মোঃ আশরাফুল ইসলাম, মোঃ সোলায়মান, ফায়ার ইন্সট্রাক্টর সাঈদ আবু হাসানসহ আরো অনেকে। পরে মেরিন একাডেমি রংপুর ভবন পরিদর্শন ও চত্বরে গাছের চারা রোপন করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments