September 19, 2024
অপরাধ

বিরলে ৬৩ বোতল অ্যালকাহোল উদ্ধার হোমিও চিকিৎসকসহ দুই জন আটক

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি.
দিনাজপুরের বিরল থানার পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে মের্সাস সেবা হোমিও ফার্মেসী হতে ৬৩ বোতল অ্যালকাহোল উদ্ধার করেছে পুলিশ। এ সময় হোমিও চিকিৎসক তাজিমুল ইসলামসহ মাদকসেবী হাবিলকে আটক করা হয়েছে।
জানা গেছে, বিরল পৌর শহরের বিরল বাজার-ধুকুরঝাড়ী সড়কের শংকরপুর মোড় সংলগ্ন মের্সাস সেবা হোমিও ফার্মেসী হতে মাদকদ্রব্য হিসেবে মাদক সেবীদের কাছে অ্যালকাহোল বিক্রয় করার গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুকুমার চন্দ্র রায়ের নেতৃত্বে এ এস আই শফিকুর রহমান সংগীয় ফোর্স নিয়ে গত ৫ এপ্রিল সন্ধ্যায় মের্সাস সেবা হোমিও ফার্মেসী হতে উপজেলার ধামইর ইউনিয়নের ধামই গ্রামের ডিপপাড়ার আনিছুর রহমানের ছেলে হাবিব (২২) এক বোতল অ্যালকাহোল নেওয়ার সময় পুলিশ হাতে নাতে তাকে আটক করে। পরে ওই ফার্মেসী তল্লাসী করে ৬৩ বোতল অ্যালকাহোল উদ্ধার করে। এ সময় ওই ফর্মেসীর স্বত্বাধিকারী হোমিও চিকিৎসক তাজিমুল ইসলামকেও (৪৫) পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় বিরল থানার এস আই সুকুমার চন্দ্র রায় বাদি হয়ে আটক দুই জনের বিরুদ্ধে ২০১৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ২৪(ক) ধারায় বিরল থানায় একটি মামলা দায়ের করা হয়। আটক দুই জনকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলা হাজতে পাঠিয়েছে পুলিশ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments