সারাদেশ

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ স্কাউট দিবস পালিত

জসীমউদ্দীন ইতি ঠাকুরগাঁও প্রতিনিধি
সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ে “স্কাউটিং করবো স্মার্ট বাংলাদেশ গড়ব” প্রতিপাদ্যে ২য়তম বাংলাদেশ স্কাউট দিবস পালিত হয়েছে। শনিবার (৮ এপ্রিল) সকাল ১০টায় ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে স্কাউট ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে এ দিবসটির কার্যক্রম শুরু হয়।
পরবর্তীতে স্কুলের স্কাউট ছাত্র-ছাত্রীদের নিয়ে এক বর্ণাঢ্য র‌্যালি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয়ের মাঠে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
উক্ত আলোচনা সভায় স্কাউট লিডার ও ঢোলারহাট এস সি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্চেল্লো দাস এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্কাউট কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউট সদর উপজেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।
এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে স্কাউট দিবস ও স্কাউট উৎপত্তির ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং বর্তমানে বাংলাদেশ স্কাউট দিবস উপলক্ষে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা স্কাউট কমিটির সম্পাদক জাহিদুল ইসলাম স্বপ্বন, ২১ নং ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অখিল চন্দ্র রায়, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন নির্মল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক প্রদীপ কুমার বর্মন, স্কাউট ইউনিট লিডার কুন্তী রানী, সহ কারী শিক্ষক মনোরঞ্জন রায়,জগদীশ বর্মন, নিত্যানন্দ গোস্বামী, সাদেকুল ইসলাম, ওসমান গনি, ঠাকুর দাস, নির্মল কুমার বর্মন, সহ বিদ্যালয়ের স্কাউট গ্রুপের ছাত্র ছাত্রীবৃন্দ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments