আইন-আদালত

বিরলে ভ্রাম্যামান আদালতে ৮০০০ টাকা জরিমানা আদায়

তাজুল ইসলাম, বিরল (দিনাজপুর) প্রতিনিধি.
দিনাজপুরের বিরল পৌর শহরের কাপড়, জুতা, চালসহ বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে দুই চাল ব্যবসায়ীর ৮০০০ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
জানা গেছে, পৌর শহরের কাচাবাজার এলাকার নিউ সুপার মার্কেটে জুতার দোকান, কাপড়ের দোকান গুলোতে ভ্রাম্যামান আদালত পরিচালনা করে কাপড়ের দাম বেশি না নেওয়ার জন্য প্রথম পর্যায়ে সর্তক করে দেন। এরপর চালের বাজারে গিয়ে চালের দোকানে চালের মুল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে মের্সাস মৌ ট্রেডার্স এর স্বত্বাধিকারী চাল ব্যবসায়ী ও হাট ইজারাদার আতাউর রহমানকে ৫০০০ হাজার এবং পাশের চাল ব্যবসায়ী বেলাল হোসেনের ৩০০০ হাজার টাক জারিমান আদায় করেন ভ্রাম্যমান আদালতের বিচারক জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম।
সহকারী পরিচালক মমতাজ বেগম বলেন, আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এ অভিযান। ভোক্তারা যেন প্রতারিত না সে জন্য প্রথম পর্যায়ে সকল ব্যবসায়ীদেরকে সর্তকতা করে দেওয়া হলো। ভোক্তার প্রতারিত বা প্রতারনার শিকার হলে পরবর্তীতে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলেও জানান।
এ সময় বিরল উপজেলা খাদ্য পরিদর্শক (স্যানেটারী ইন্সপেক্টর) সুমঙ্গল চন্দ্র রায়সহ পুলিশের সদস্যবৃন্দ ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments