সারাদেশ

সাংবাদিক মানিকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মিঠাপুকুর প্রেসক্লাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি ॥ মিঠাপুকুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক হাফিজুর রহমান মানিকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে গতকাল ১০ এ্রপ্রিল এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মিঠাপুকুর প্রেসক্লাব কার্য্যালয়ে অনুষ্ঠিত এ প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শেখ সাদী সরকার। প্রতিবাদ সভায় মিঠাপুকুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
এতে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সেক্টর কমান্ডারস ফোরাম’ ৭১ এর মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক সাস্কৃতিক ব্যক্তিত্ব মোতাব্বেরুল ইসলাম টমাস, বাংলাদেশ মানবাধিকার কমিশন মিঠাপুকুর উপজেলা শাখার সাধারন সম্পাদক আশিকুর রহমান মন্ডল, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সবুজ আহমেদ, সাংবাদিক সনজিৎ মহন্ত, হাফিজুর রহমান মানিক, মনিরুজ্জামান বিজয়, মোতাহার হোসেন প্রমুখ। বক্তাগন, মিঠাপুকুরের বুজরুক মহদীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম কর্তৃক দেশ টিভির ৩০/১০/২০২২ তারিখে প্রচারিত খবরের সুত্র ধরে মিঠাপুকুর প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক দৈনিক আখিরা ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি হাফিজুর রহমান মানিকের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীমুলক মিথ্যা মামলা দায়েরের সমালোচনা করে এ মামলাকে আক্রোশমুলক উদ্দেশ্য প্রনোদিত অ্যাখায়িত করেন। তারা অবিলম্বে উক্ত মামলা প্রত্যাহারসহ মিথ্যা মামলা দায়েরের দায়ে বাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য তদন্তকারী পুলিশ অফিসার ও সংশ্লিষ্ট উর্ধতন পুলিশ কর্মকর্তার নিকট দাবী জানানোর পাশাপাশি মিঠাপুকুরের বুজরুক মহদীপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের নানা সমস্যা, অনিয়ম সংক্রান্ত দেশ টিভির ৩০/১০/২০২২ তারিখের প্রচারিত খবরের তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের জন্য জেলা প্রশাসনসহ শিক্ষা দপ্তরের প্রতি দাবী জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments