September 08, 2024
রাজনীতি

আটোয়ারীতে সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত

আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ -।।(এনএটিপি-২) এর আওতায় সিআইজি কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ( ১১ এপ্রিল) উপজেলা অডিটোরিয়ামে কৃষক-কৃষাণীদের উপস্থিতিতে কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিআইজি’র সম্পাদক মোঃ এমদাদুল হক। কৃষি বিভাগের সার্বিক কর্মকান্ড তুলে ধরে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মোছাঃ নূরজাহান খাতুন। ভিডিও চিত্র প্রদর্শন সহ বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অফিসার মানস কুমার রায়। উদ্যোক্তাদের মধ্যে নিজের অনুভুতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সফল উদ্যাক্তা আমিনা খাতুন ও সোহরাব হোসেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপ-সহকারী কুষি কর্মকর্তা রবীন্দ্র নাথ সেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments