September 16, 2024
সারাদেশ

তারাগঞ্জে পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
‘সোনালী আঁশের সোনার দেশ পরিবেশবান্ধব বাংলাদেশ’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রংপুরের তারাগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রাণালয়ের অধীন পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন উন্নত প্রযুক্তিনির্ভও পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ শীর্ষক প্রকল্পের আওতায় নির্বাচিত পাটবীজ উৎপাদনকারী চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তর বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আয়োজনে উপজেলা কৃষি অফিস হলরুমে পাটবীজ উৎপাদনকারী চাষীদেও নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া, রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা বিজেআরআই ড.আবুল ফজল মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাসুম, রংপুর পাট অধিদপ্তর রংপুর অঞ্চল সহকারী পরিচালক সোলায়মান আলী, রংপুর পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস সহ উপজেলার পাঁচ ইউনিয়ন থেকে আগত প্রশিক্ষনার্থীরা উপস্থিত ছিলেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments