সারাদেশ

ঝিনাইদহের ডাকবাংলার তাহা কাজীর সম্পত্তি নিয়ে বিরোধের জেরে পিটিয়ে এক ভাইকে ঘরবাড়ি ছাড়া করল অন্য ভাইয়েরা!

 ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা গ্রামে। জানা যায়, ডাকবাংলা বাজারের ব্যবসায়ী তাহাজউদ্দিন ওরফে তাহা কাজী ১৯৯৯ সালে মৃত্যুবরণ করেন। তার ৬ মেয়ে ও ৪ ছেলে রয়েছে। মৃত্যুর আগে সন্তানদের প্রাপ্য সম্পত্তি লিখে দিয়ে যান। তার মধ্যে ছোট ছেলে কাজী ফারুককে ৭ বিঘা জমি লিখে দেন। তখন তার বয়স ছিল ৭ বছর। পরবর্তীতে পরিবারের অন্যান্য ভাইদের সাথে মাকে নিয়ে বড় হয়েছেন তিনি। কিন্তু তার ৩ ভাই বাবার রেখে যাওয়া সম্পত্তি ও নগদ টাকা দিয়ে ব্যবসায় করে নিজেদের সম্পত্তি গড়ে তোলে। বর্তমানে কাজী ফারুক লেখাপড়া শেষ করে নিজের পাওনা সম্পত্তি বুঝে নিতে চাইলে তালবাহানা শুরু করে অন্য ভাইয়েরা। নিজের প্রাপ্য সম্পত্তি দাবী করলে সম্প্রতি তার ভাই কাজী শাহজাহান, কাজী আলম ও কাজী রবিউল ইসলাম তাকে মারধর করে বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে কাজী ফারুক ঝিনাইদহ শহরে একটি ভাড়া বাসায় বসবাস করছেন। কাজী ফারুক অভিযোগ করে বলেন, আমার ভাইয়েরা আমার সম্পত্তিসহ বাবার সম্পত্তি ব্যাংকে রেখে ঋণ নিয়ে ব্যবসায় করছেন। আমি এখন আমার জমি বুঝে নিতে গেলে আমাকে মারধর করা হচ্ছে। বাড়ির অংশ বুঝে নিতে গিয়েছিলাম বলে আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। এ ব্যাপারে অভিযুক্ত ভাই কাজী রবিউল ইসলাম বলেন, এক পরিবারে থাকায় আমরা টাকা তুলে ব্যবসা করেছি। ফারুককে লেখাপড়া করিয়েছি, তার খরচ দিয়েছি। ব্যবসা করতে গিয়ে ঋণগ্রস্থ হয়ে গিয়েছি। সেই টাকা সবাই মিলে পরিশোধ করে যার যার ভাগ তাকে বুঝে দেওয়া হবে। তিনি বলেন, আমার মায়ের কাছ থেকে বাড়ির ১০ শতক জমি প্রতারণা করে ফারুক লিখে নিয়েছে। এ ঘটনায় আদালতে মামলা চলছে। মামলা নিষ্পত্তি হলে আমরা অন্যান্য জমি তাকে বুঝে দেব।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments