September 16, 2024
সারাদেশ

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষা ভেঙ্গে পড়েছে!

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ
পীরগঞ্জে সার্বজনীন প্রাথমিক শিক্ষা ব্যবস্থা অনেকটাই ভেঙ্গে পড়েছে। একটি বেসরকারি সংস্থা 'এসডিআই' (সেল্ফ ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ) এর পক্ষ থেকে অনুসন্ধানের পর ঝরেপড়া প্রায় আড়াই হাজার শিক্ষার্থীর জন্য ৭০টি উপানুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করে পাঠদান করানো হচ্ছে। তবে প্রাথমিক শিক্ষা বিভাগ এ তথ্য মানতে রাজি নয়। এ নিয়ে শিক্ষা বিভাগ বেশ অসন্তুষ্ট হয়ে শিক্ষা অধিদপ্তরে প্রতিবেদন দিয়েছে।সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশে ঝরেপড়া শিশুদের জন্য শিক্ষামুলক প্রকল্প 'আউট অব স্কুল চিলড্রেন কর্মসূচি (পিইডিপি-৪) গ্রহণ করেছে। ওই প্রকল্পের অধীনে বেসরকারি সংস্থা 'এসডিআই' পীরগঞ্জে জরিপ চালিয়ে দুই হাজার ৭৫২ শিশুকে ঝরেপড়া শিক্ষার্থী হিসেবে শনাক্ত করে। এ তথ্য অনুমোদনের জন্য উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দিলে তিনি তা অস্বীকার করেন। ওই কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তরে ওই তথ্যের বিরুদ্ধে চিঠি দেন। পরে সরকারিভাবে পীরগঞ্জ উপজেলার ১৫ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় জরিপ চালিয়ে মাত্র ৮৭ জন ঝরেপড়া শিক্ষার্থীর তথ্য জেলস শিক্ষা কর্মকর্তার মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রেরন করেছেন।এসডিআই সুত্রে জানা গেছে, পীরগঞ্জে ঝরেপড়া প্রায় ২ হাজার শিশু শিক্ষার্থী রয়েছে। তাদেরকে উপানুষ্ঠানিক শিক্ষা দিতে ৭০ টি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছে। ওই শিক্ষার্থীদেরকে ৬ মাস করে ১ম, ২য় ও ৩য় শ্রেণিতে এবং ১ বছর করে ৪র্থ ও ৫ম শ্রেণিতে শিক্ষা দান করা হবে। প্রতিজন শিক্ষার্থীকে প্রতি মাসে ১২০ টাকা করে উপবৃত্তি, বই, খাতাসহ শিক্ষা উপকরণ এবং স্কুল ড্রেস দেয়া হবে। প্রতিটি স্কুলে মাত্র ১ জন শিক্ষক প্রতিদিন ৩ ঘন্টা করে পাঠদান করবেন বলে জানা গেছে। মাসে তার বেতন ৫ হাজার টাকা। অপরদিকে ওই শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য একজন ম্যানেজার (মাসে বেতন ২৫ হাজার টাকা), ৫ জন সুপারভাইজার (মাসে বেতন ১৫ হাজার টাকা) এবং একজন অফিস সহায়ক (মাসে বেতন ৮ হাজার টাকা) হিসেবে পীরগঞ্জে কাজ করছেন। সরকারি বরাদ্দ তছরুপ করতেই ঝরেপড়া শিক্ষার্থী বানিজ্যের অভিযোগ উঠেছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments