September 08, 2024
সারাদেশ

পীরগঞ্জ পৌরসভার ড্রেন মরণ ফাঁদ! কর্তৃপক্ষ নির্বাক

পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
পীরগঞ্জ পৌরসভার দুই নম্বর ওয়ার্ডের বঙ্গবন্ধু মেমোরিয়াল স্কুলের রাস্তার ড্রেনসহ প্রায় সবকটি ড্রেনের ঢাকনা ভেঙ্গে গেলেও পৌর কর্তৃপক্ষে নির্বাক ভুমিকায় ক্ষুব্ধা এলাকাবাসী। সেই সাথে ড্রেন পরিস্কার না করায় দূর্গন্ধে জনজীবন অতিষ্ট।
সূত্র মতে স্থানীয় জনস্বাস্থ্য প্রকৌশলী দপ্তরের অর্থায়নে পৌর এলাকায় বিভিন্ন রাস্তায় ড্রেন নির্মাণের কাজ নানা অভিযোগ থাকলেও যথাযথ কর্তৃপক্ষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে নির্মাণ কাজ সমাপ্ত হয়। ফলে অল্প দিনের মধ্যে ড্রেনগুলোর বিভিন্ন জায়গা ঢাকনা ভেঙ্গে যায়। সৃষ্টি হয় মরণ ফাঁদ। ঝুঁকি নিয়েই চলাচল করে কোমলমতী শিশুসহ হাজার মানুষ। পীরগঞ্জ পৌর বাজার থেকে বঙ্গবন্ধু মেমোরিয়াল স্কুল গামী রাস্তায় ড্রেনের বিভিন্ন পয়েন্ট ঢাকনা ভেঙ্গে যাওয়া অনেকেই দুর্ঘটনায় আহত হয়েছে । এ বিষয়ে ০২নং ওয়ার্ড কাউন্সিলর মশিউর রহমান পারভেজের সাথে যোগাযোগ করলে জানা যায়,তিনি মেয়র বরাবর বেশ কবার আবেদন নিবেদন করেও কোন প্রতিকার পান নি। এদিকে ওই ওয়ার্ডের নিরুপায় এলাকাবাসী ঝুঁকি এড়াতে বাধ্য হয়ে নিজ উদ্যোগে নিজ অর্থায়নে ড্রেনের ঢাকনা নির্মাণ করে। এর আগেও তারা ঢাকনা তৈরি করেছে মর্মে জানা যায়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments