সারাদেশ

আটোয়ারীতে বাংলা নববর্ষ ১৪৩০ পালিত

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে উপজেলা প্রশাসনের আয়োজনে চলমান পবিত্র মাহে রমজানের মর্যাদা অক্ষুন্ন রেখে সীমিত পরিসরে উদযাপিত হলো পহেলা বৈশাখ বাংলা নববর্ষ ১৪৩০। বাঙ্গালীর ঐতিহ্যের এই দিনটিকে উপলক্ষ করে শুক্রবার(১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করে উপজেলার গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম এর সভাপতিত্বে অডিটোরিয়ামে এক সংক্ষিপ্ত আলোচনা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ নুরজাহান খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ হুমায়ুন কবীর,আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরমিন পারভীন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুশ, আটোয়ারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন ইনচার্জ তরিকুল ইসলাম প্রমুখ। আরো বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments