সারাদেশ

সামজিক ও ডিজিটাল অপরাধ প্রতিরোধে সকলের সচেতনতা অনেক বেশী গুরুত্বপূর্ণ

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ সামাজিক অপরাধ ও অসংগতি এবং ডিজিটাল অপরাধ প্রতিরোধ করতে সকলের সচেতনতা ও ভূমিকা অনেক বেশী গুরুত্বপূর্ণ বললেন অতিরিক্ত পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) খোদাদাত সুমন।

তিনি আরো বলেন, আইনি ব্য গ্রহণের সাথে সকলের সচেতনতা যেকোনো অপরাধ অনেকাংশে কমাতে পারে। তাই পারিবারিক ও সামজিক ভাবে অপরাধের ধরন ও অপরাধীর কৌশল সম্পর্কে সচেতন হওয়া জরুরী।

বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে দিনাজপুরের খানসামা উপজেলার আলোকঝাড়ী ইউপি চত্বরে ওসি কামাল হোসেনের সভাপতিত্বে ও বিট ইনচার্জ এসআই ইবনে ফরহাদের সঞ্চালনায় বিট পুলিশিং আয়োজিত সভায় এসব বলেন তিনি। এসময় উপস্থিত ছিলেন আলোকঝাড়ী ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান, ইউপি সদস্য-সদস্যাগণ সহ অনেকে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments