সারাদেশ

পীরগঞ্জে অগ্নিঝুঁকি এড়াতে সচেতনতামুলক সভা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ  রংপুরের পীরগঞ্জে অগ্নিঝুঁকি এড়াতে সচেতনতামুলক সভা ১৮ এপ্রিল মঙ্গলবার দুপুরে পীরগঞ্জ ব্যবসায়ী ফোরামের উদোগে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সূত্রে জানা যায়, দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠান ভয়াবহ অগ্নিকাণ্ডে আতংকিত এলাকাবাসী। এ সময় জনসচেতনতা সৃষ্টিতে পীরগঞ্জ ব্যবসায়ী ফোরাম এক সচেতনতামুলক সভার আয়োজন করে। ব্যবসায়ী ফোরামের সাধারণ সম্পাদক শামীম সরকারের সঞ্চালনায় এনামুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাকির হোসেন। মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস স্টেশন অফিসার রতন চন্দ্র শর্মা, প্রধান অতিথি দেশে চলমান তীব্র তাপপ্রবাহ ও দেশের বিভিন্ন স্থানে অগ্নীকান্ড বিষয়ে দুংখ প্রকাশ করে প্রতিটি বাসা বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জমাদী পরীক্ষা, প্রতিটি বাসা ও ব্যবসা প্রতিষ্ঠানে এক্সটিংগুইসার (অগ্নিনির্বাপকযন্ত্র) রাখতে আহ্বান জানান ।এ ছাড়াও পুরাতন এক্সটিংগুইসার পরিবর্তন করে নতুন ভাবে ক্রয় করতে বিশেষ ভাবে আহ্বান জানান । এ বিষয়ে স্থানীয় ফায়ার সার্ভিস স্টেশনে যোগাযোগ করতে বলা হয় । বক্তারা আহ্বান জানিয়ে বরেন যেহেতু দেশে তীব্র তাপপ্রবাহ বিদ্যমান সেহেতু বাসা বাড়িতে আগুন সতর্কতার সাথে ব্যবহার করা এবং মানসন্মত বৈদ্যুতিক সরঞ্জামাদি ব্যবহার করা গুরুত্বপূর্ণ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments