বিশ্বযোগ

জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক পাঠাবে ইইউ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পর্যবেক্ষক পাঠাবে। পর্যবেক্ষকদের আসতে স্বাগত জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সোমবার (১৭ এপ্রিল) মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, সরকার অবাধ, স্বচ্ছ এবং গ্রহণযোগ্য সাধারণ নির্বাচন চায় বলে আবারও বৈঠকে তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচন কমিশন যাতে অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত করতে পারে, সেজন্য তাদের শক্তিশালী করতে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছে, তা রাষ্ট্রদূতকে অবহিত করেন তিনি।
বৈঠকে দুই পক্ষের ৫০ বছরের অংশীদারিত্বের প্রতি সন্তোষ প্রকাশ করা হয়। সেই সঙ্গে বাংলাদেশ-ইইউ সম্পর্ককে সামনের দিনে আরও শক্তিশালী করতে একত্রে কাজ করার বিষয়ে একমত হয়েছে। এ সময়ে বাংলাদেশে অবকাঠামো এবং পরিবেশবান্ধব খাতে আরও বিনিয়োগ করতে ইইউকে আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী।
এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দেখা করেন ঢাকার ইইউ ডেলিগেশন প্রধান রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments