September 20, 2024
সারাদেশ

গাইবান্ধায় ঈদ উপহার সামগ্রী বিতরণ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকলের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গাইবান্ধা জেলার পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সহধর্মীদের সেবামুলক সংগঠন পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) গাইবান্ধার আয়োজনে নিম্ন আয়ের অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজন আজ ২০ এপ্রিল বৃহস্পতিবার সকালে পুলিশ লাইনস ড্রিল শেডে পুনাক গাইবান্ধার সভাপতি ও জেলা পুলিশ সুপারের সহধর্মীনি মাহবুবা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।
এসময় আরো উপস্থিত ছিলনে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), গাইবান্ধার অন্যান্য সদস্যবৃন্দ,অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম,জেলা পুলিশের অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments