সারাদেশ

রংপুরে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত

রণজিৎ দাস ॥ ‘‘সুরক্ষিত শ্রবণ, সুরক্ষিত জীবন’’ এই প্রতিপাদ্য সামনে রেখে রংপুরে পালিত হলো আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস। বুধবার (২৬ এপ্রিল) সকালে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। প্রথমে শব্দ দূষণ নিয়ন্ত্রণে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রংপুরের জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে আলোচনা সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের বিভাগীয় পরিচালক ফজলুল কবির, রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এসএম রশিদুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার সাইফুজ্জামান ফারুকী, পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক সৈয়দ ফরহাদ হোসেন। এ সময় বক্তারা বলেন, শব্দ দূষণ উচ্চ রক্তচাপ ও স্বাস্থ্য ঝুঁকি বাড়ায়, উচ্চ শব্দে শ্রবন শক্তিও কমে যায়, তাই সচেতনতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। আলোচনা সভায় শব্দ দূষণ প্রতিরোধে নানা সুপারিশ মালা প্রণয়ন করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments