September 16, 2024
সারাদেশ

ঘোড়াঘাটে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও বিবাদী কর্তৃক নালিশী সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টায় গাছ ও বাঁশ কর্তন

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও বিবাদী কর্তৃক নালিশী সম্পত্তিতে জোরপূর্বক দখলের চেষ্টায় গাছ ও বাঁশ কর্তন করা হয়েছে বলে জানা গেছে। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার নারায়নপুর গ্রামের এফাজ উদ্দিনের ছেলে হারুনুর রশিদ গং বাদী হয়ে একই গ্রামের মোঃ আব্দুল হালিমের স্ত্রী মোছাঃ হামিদা খাতুনের বিরুদ্ধে ঘোড়াঘাট সহকারী জজ আদালত দিনাজপুরে একটি মামলা দায়ের করেন। যার মামলা নম্বর-০২/২০১৮ অন্য। বাদী পক্ষ আমাদের প্রতিনিধিকে জানান, আমার নালিশী সম্পত্তি ঘোড়াঘাট উপজেলার নারায়নপুর মৌজার সি.এস- ৭৭, এস.এ- ৭১ নম্বর খতিয়ানে দাগ নং- ১৬১ মধ্যে মোট ২৭ শতক জমিতে বিভিন্ন ধরনের গাছ ও বাঁশ রহিয়াছে। ইতোমধ্যে আদালতের নিষেধাজ্ঞা থাকার পরেও গত ১৪/০৪/২০২৩ইং তারিখ বিকাল অনুমান ৩টার সময় আমাদের অনুপস্থিতে বিবাদী হামিদা খাতুনের হুকুমে তার ভাড়াটিয়া লোকজন উক্ত নালিশী জমি থেকে বেশ কিছু গাছ ও বাঁশ কেটে নিয়ে যায়। যাবার মুহুর্তে তার সজিনার গাছ থেকে অনুমান ১মণ সজিনা পেড়ে নিয়ে যায় এবং যাবার সময় বিবাদীর লোকজন বাদিকে বিভিন্ন হুমকি ধুমকি দিয়ে যায় বলে বাদি পক্ষের লোকজন অভিযোগ করেন। এই ঘটনায় তিনি ন্যায় বিচারের দাবি জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments