September 08, 2024
সারাদেশ

গাইবান্ধায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ছাদেকুল ইসলাম রুবেল.গাইবান্ধাঃ জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ এপ্রিল) বিকেলে গাইবান্ধা আদালত চত্বরে বেলুন ও কবুতর উড়িয়ে কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে এক শোভাযাত্রা শহর প্রদক্ষিণ শেষে ডিবি রোডের পৌরপার্ক চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মো. আবুল মনসুর মিঞা। বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খান, গাইবান্ধা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আবদুর রহমান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ মুনতাসির আহমেদ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান সিদ্দিকী, জেলা আইনজীবি সমিতির সভাপতি ফারুক আহমেদ, সহকারি জজ মো. ওবায়দুল হক, গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান ও জেলা লিগ্যাল এইড
কর্মকর্তা মাসুমা খানম প্রমুখ।
এছাড়াও পৌরপার্কে লিগ্যাল এইড মেলা, স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়,গণস্বাক্ষর অভিযান, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, বৃক্ষরোপণ কর্মসূচি ও প্রোজেক্টরে বিভিন্ন প্রদর্শনীর মাধ্যমে জনগণকে জেলা লিগ্যাল এইড অফিসের কার্যক্রম বিষয়ে অবগত করা হয়। শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments