September 19, 2024
সারাদেশ

রংপুরে বাংলাদেশ প্রেস ক্লাব আয়োজিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালিত

রংপুর জেলা প্রতিনিধি:
বাংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখা কতৃক আয়োজিত বিশ্ব মুক্ত গন মাধ্যম দিবস পালিত হয়েছে। ৩ মে, বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের দাবিতে প্রতিবছর এই দিনে বিশ্বজুড়ে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘মতপ্রকাশের স্বাধীনতা সকল প্রকার মানবাধিকারের চালিকাশক্তি’।
অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়। বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে দেশের সাংবাদিকরা পেশাগত অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা করতে বিভিন্ন কর্মসূচি পালন করেন।
১৯৯১ সালে অনুষ্ঠিত ইউনেস্কোর ২৬তম সাধারণ অধিবেশনের সুপারিশ অনুযায়ী- ১৯৯৩ সালে জাতিসংঘের সাধারণ সভায় ৩ মে তারিখটিকে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের স্বীকৃতি দেওয়া হয়। এরপর থেকে বিশ্বব্যাপী গণমাধ্যমকর্মীরা দিবসটি পালন করে আসছেন।
বংলাদেশ প্রেসক্লাব রংপুর জেলা শাখা কার্যালয় থেকে সকাল ১১ ঘটিকায় র‍্যালি বের হয়ে জেলা প্রসাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় বক্তব্য রাখেন জেলা শাখার সভাপতি এনামুল হক স্বাধিন, সম্পাদক, রাব্বী,জেলা শখার সহ সভাপতি ও পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, আতিকুর রহমান, প্রচার সম্পাদক এইচ আর বাবু,তারগঞ্জ উপজেলা শাখার সভাপতি,সম্পাদক, মহানগর শাখার সভাপতি রোস্তম আলী সরকার এসময় বক্তারা বলেন সাংবাদিকতার স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার মৌলিক নীতিমালা অনুসরণ, বিশ্বব্যাপী গণমাধ্যমের স্বাধীনতার মূল্যায়ন, স্বাধীনতায় হস্তক্ষেপ প্রতিহত করার শপথ গ্রহণ এবং পেশাগত দায়িত্ব পালনকালে ক্ষতিগ্রস্ত ও জীবনদানকারী সাংবাদিকদের স্মরণ ও তাদের স্মৃতির প্রতি সম্মান ও শ্রদ্ধা জানানো হয়।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments