September 08, 2024
আইন-আদালত

খানসামায় ৩ ইট ভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান,৩ লক্ষ টাকা জরিমানা

এস.এম.রকি, খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ লাইসেন্স নবায়ন না থাকায় দিনাজপুরের খানসামায় তিনটি ইট ভাটার মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (০৩ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার আলোকঝাড়ী ইউনিয়নের আত্রাই নদীর পশ্চিম পাড়ের এসএইচবি বিক্স, আমতলী এলাকার তামিম ব্রিক্স ও ভাবকী ইউনিয়নের কুমড়িয়া এলাকায় এসএনএস ব্রিক্সে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মারুফ হাসান। অপ্রীতিকর ঘটনা এড়াতে এসময় থানা পুলিশ সদস্য ও ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী যেসব ইট ভাটার কাগজপত্র নেই, সেই ভাটাগুলো বন্ধের নির্দেশ রয়েছে। তাই পরিবেশ দূষনকারী ও অবৈধ ইট ভাটা বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। তিনি আরো বলেন, আগামীতে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে৷

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments