নারী/ জয়া
বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম বর্ষে পদার্পন উপলক্ষে রংপুরে আলোচনা সভা

রণজিৎ দাস ॥ ‘সমতার চেতনা প্রতিষ্ঠা করি, নারীর প্রতি সহিংসতা বন্ধে শক্তিশালী নেতৃত্ব গড়ে তুলি’ এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদের ৫২তম বর্ষে পদার্পন উপলক্ষে রংপুরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার উদ্যোগে গতকাল শুক্রবার বিকেলে রঙ্গপুর সাহিত্য পরিষৎ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে জাতীয় সংগীত পরিবেশনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আয়েশা সিদ্দিকার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুম্মানা জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুশাসনের জন্য নাগরিক-সুজন রংপুর মহানগর সভাপতি অধ্যক্ষ ফখরুল আনার বেঞ্জু, পরিষদের সহ-সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শারমিন আকতার, সদস্য সাবিত্রী রানী, রীতা রানী প্রমুখ। বক্তারা বলেন, বাংলাদেশ মহিলা পরিষদ দীর্ঘ ৫ দশকের অধীক সময় ধরে সমাজ ও রাষ্ট্রে নারীর মানবাধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করে আসছে।
Comments