রাজনীতি

পলাশবাড়ীতে কৃষকের বোরো ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিল কৃষক লীগ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের নেতাকর্মী কাস্তে হাতে নেমেছে বোরো ক্ষেতে। তারা কেটে দিচ্ছেন অসহায় কৃষকের ধান।শনিবার (৬ মে) উপজেলার বালাবামুনিয়া পূর্বপাড়া গ্রামের কৃষক মো. হায়দার আলীর একবিঘা জমির পাকা ধান কেটে মাড়াই করে তাদের বাড়িতে উঠিয়ে দিয়েছেন।এছাড়াও একই এলাকার আজহার আলীর একবিঘা ও আজাদুল সরকারের ২৬ শতক ধান কেটে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন- পলাশবাড়ী উপজেলা কৃষক লীগের সভাপতি আদম মালিক চৌধুরী মহব্বত, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম প্রধান পাপুল, পবনাপুর ইউনিয়ন কৃষক লীগের হাফিজুর রহমান সুমন, সাধারণ সম্পাদক বিপুল খন্দকার বদি প্রমুখ।

কৃষক হায়দার আলী বলেন, এক দিকে শ্রমিক সংকট অন্যদিকে টাকার অভাবে পাকা ধান কাটতে পারছিলাম না। ফলে চরম চিন্তার মধ্যে পড়ছিলাম। তাই কৃষক লীগ নেতাকর্মীরা আমার ধান কেটে দিল।

এসময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ জীবন কামনা করেন এবং প্রখর রোদে ধানকেটে দেওয়ার এ উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত নেতাকর্মীদেকে ধন্যবাদ জানান তিনি।নেতাকর্মীরা বলেন, অর্থাভাবে ও শ্রমিক সংকটের কারণে অসহায় কৃষকের ধান বৃষ্টিতে ভিজে ক্ষতি হওয়ার আশঙ্কায় তারা বাংলাদেশ কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপির নির্দেশনায় অসহায় কৃষকদের জমির পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments