সারাদেশ

ঘোড়াঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ঘর বাড়ি ভাংচুর থানায় মামলা দায়ের

ঘোড়াঘাট, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে ঘর বাড়ি ভাংচুর ও টাকা পয়সা মালামাল লুট থানায় মামলা দায়ের। জানা যায়, ঘোড়াঘাট উপজেলার চাটশাল বিলপাড়া গ্রামের আলতাফ হোসেন তার নানার চাটশাল মৌজার খং নং ১৪৬, দাগ নং- ১৫৪২, পরিমান- ১৫ শতক এবং চিয়ারগাঁও মৌজার খং নং- ৬৯, দাগ নং- ৫২, পরিমাণ- ১৮ শতক, উভয় মৌজায় ১৫+১৮ = ৩৩ শতক জমি প্রাপ্ত হন মোঃ আলতাফ হোসেন। উক্ত জমির উপরে ঘর বাড়ি নির্মাণ করে আলতাফ হোসেন দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। পূর্ব শত্রুতার জের ধরে গত ০৭/০৫/২৩ইং তারিখে বেলা অনুমান পৌনে ২টায় একই গ্রামের মোঃ নজরুল ইসলামের হুকুমে চিয়ারগাঁও এর আদিবাসী শ্রী সনেমন হাসদা, শ্রী পাউলুস হাসদা, শ্রী শুভ হাসদা, শ্রী বিপ্লব হাসদা, শ্রী আলিউস হাসদা সহ আরও বেশ কিছু আদিবাসী ব্যক্তিবর্গ মোঃ আলতাফ হোসেন ও তার পরিবারের সদস্যরা আত্মীয়র বাড়ীতে দাওয়াত খেতে যাওয়ার সুযোগে আলতাফ হোসেনের ঘর বাড়ি ভাংচুর করে টাকা পয়সা ও মালামাল লুট করে নিয়ে যায় বলে দায়েরকৃত মামলার অভিযোগ সুত্রে জানা যায়। আলতাফ হোসেন জানান, এ জমির বিষয়ে দিনাজপুর সহকারী জজ আদালতে মামলা চলমান রয়েছে। এই ঘটনায় মোঃ আলতাফ হোসেন ঘোড়াঘাট থানায় অভিযোগ দায়ের করেছেন বলে জানা যায়। তিনি তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে ন্যায় বিচারের দাবি করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments