সারাদেশ

ফুলবাড়ী থানা পাড়া কবরস্থানের জায়গা নিজ নামে করার প্রতিবাদে তিন গ্রামের মুসল্লিদের ঘন্টাব্যাপী মানববন্ধন ॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি
ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব থানাপাড়ায় কবরস্থানের জায়গা স্থানীয় ব্যাক্তি মোঃ আনোয়ারুল কাদির নিজ নামে কাগজপত্র করে নেওয়ায় কবরস্থানের জায়গা উদ্ধারের দাবিতে তিন গ্রামের মুসল্লিদের ঢাকামোড় মহাসড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত।শুক্রবার জুম্মার নামাজ শেষে ফুলবাড়ী উপজেলার পৌরসভা এলাকার পূর্ব থানাপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মোঃ আনোয়ারুল কাদির প্রায় ৪ একর ৪৬ শতক পুকুরসহ কবরস্থানের জায়গা নিজ নামে কাগজপত্র করে নেওয়ার প্রতিবাদে তিন গ্রামের মুসল্লিরা দলবদ্ধ হয়ে কবরস্থানের জায়গা উদ্ধারের দাবিতে ঢাকামোড় নামক স্থানে কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে মানববন্ধন করেন। মানববন্ধন শেষে দুপুর আড়াইটায় বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দিন।
তিনি তার বক্তব্যে বলেন, ২শত বছরের পুরাতন কবরস্থান, সেখানে আমাদের পূর্ব পুরুষরা এই কবরস্থান ব্যবহার করে আসছেন। বর্তমান তিন গ্রামের মানুষ তাদের আত্মীয়স্বজন মৃতবরণ করলে এই কবরস্থানেই দাফন করা হয়। কিন্তু প্রভাব খাটিয়ে একই গ্রামের আব্দুল জব্বারের পুত্র মোঃ আনোয়ারুল কাদির এই কবরস্থান সহ আশপাশের জায়গা নিজ নামে খারিজ সহ রেকর্ডপত্র করে নেন। স্থানীয়ভাবে তাকে আমরা কবরস্থানের জায়গা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা সেই অনুরোধ রাখেননি। বরং প্রভাবশালী মহলের ভয়ভীতি দেখান। আমরা কবরস্থানের জায়গা উদ্ধারের জন্য প্রশাসনের নেক দৃষ্টি কামনা করছি। একই কথা বলেন, ঐ গ্রামের বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল সামাদ ও ৫নং পৌর ওয়ার্ড কাউন্সিলর মোঃ পারভেজ।
এ সময় প্রায় তিন গ্রামের দুই হাজার মুসল্লি মানববন্ধনে অংশগ্রহণ করেন। এ সময় প্রিন্ট মিডিয়ার সংবাদিকগণ উপস্থিত ছিলেন।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments