September 19, 2024
সারাদেশ

আজ দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী প্রয়াত ড.এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি ঃ দেশবরেণ্য প্রয়াত পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। এ উপলক্ষে পীরগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, পরমাণু বিজ্ঞানী এম এ ওয়াজেদ ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রদ্ধাঞ্জলী নিবেদন, ফাতেহ পাঠ ও জিয়ারত, স্মৃতিচারণ, মিলাদ ও দোয়া মাহফিলসহ নানাবিধ কর্মসুচী গ্রহন করেছে। প্রয়াত বিজ্ঞানীর ভাতিজা ও জেলা আওয়ামী লীগের আহবায়ক ছায়াদত হোসেন বকুল জানান, সকালে জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, মহাজোট নের্তৃবৃন্দ, বিভিন্ন সামাজিক, পেশাজীবি সংগঠন ও সুশীল সমাজের নেতাগণ লালদীঘির ফতেহপুরে জয়সদনে প্রয়াত বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে দিবসের কর্মসুচীর শুরু হবে। দুপুরে জয়সদন প্রাঙ্গনে উপজেলা আওয়ামী লীগ ও ওয়াজেদ ফাউন্ডেশনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিলের পর গরীব দু:খীর মাঝে খাবার বিতরণ অনুষ্ঠিত হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বিরোদা রানী রায় জানান, উপজেলা প্রশাসন প্রয়াত পরমাণু বিজ্ঞানীর মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসুচী পালনের উদ্যোগ নিয়েছে। সকালে জেলা ও উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলী নিবেদনের পর সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে জুম কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হবেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি। বিকেলে গোপিনাথপুর হাফিজিয়া মাদ্রাসায় কুলখানি ও দোয়া অনুষ্ঠিত হবে এবং শিক্ষার্থীদের বিশেষ খাবার পরিবেশন করা হবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments