September 16, 2024
সারাদেশ

পলাশবাড়ীতে স্পীড ব্রেকার স্থাপনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মেরীরহাট নামক স্থানে, সড়ক দুর্ঘটনায় শিশু শিক্ষার্থী নিহতের জের ধরে, স্পীড ব্রেকারের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ৯ মে মঙ্গলবার দুপুরে এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন হোসেনপুর ইউনিয়ন আওয়ামিলীগ সাধারন সম্পাদক হাবিবুর রহমান বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল,মেরীরহাট ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জাহিদুল ইসলাম, ইউপি সদস্য আব্দুর মোনোয়ারুল ইসলাম, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের পরিচালক জামশেদ,দ্য হলি কোরআন স্কুলের পরিচালক, সিভিল সার্জন অবসরপ্রাপ্ত সেনা সদস্য মাসুদ প্রমুখ।
 
উল্লেখ্য গত সোমবার দ্যা হলি কোরআন একাডেমীর শিক্ষার্থী সানাউল্লাহ(৫) স্কুল ছুটি শেষে বাসায় ফেরার পথে, দ্রুতগতিতে ছুটি আসা ব্যাটারী চালিত একটি অটোরিক্সার ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মারাত্মক ভাবে আহত হয়। মারাত্মক আহত অবস্থায় সানাউল্লাহকে হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

মানববন্ধনে আগত এলাকাবাসী বলেন শুধু সানাউল্লাহ নয়, গতি রোধক না থাকায় একই স্থানে ইতিপূর্বে আরো দু'জন মানুষ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তারা অবিলম্বে গতিরোধক স্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments