সারাদেশ

আটোয়ারীতে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের জনবল রাজস্বখাতে স্থানান্তরের দাবীতে স্মারকলিপি প্রদান

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারীতে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা প্রকল্পের শিক্ষক-শিক্ষিকা,কেয়ারটেকার ও সকল জনবল রাজস্বখাতে নেওয়ার দাবীতে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ,বাংলাদেশ এর আটোয়ারী উপজেলা কমিটির নেতৃবৃন্দ। বুধবার (১০ মে) সকাল সাড়ে ১০ টায় মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ আটোয়ারী উপজেলা শাখার পক্ষে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ, উপজেলা শাখার সভাপতি মাওঃ মোঃ শামসুল আলম ও সাধারণ সম্পাদক মাওঃ মোঃ সামসুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম-এর হাতে স্মারকলিপি প্রদান করেন। সংগঠনের সভাপতি মাওঃ মোঃ শামসুল আলম বলেন, ইসলামের প্রচার ও প্রসারের লক্ষ্যে ১৯৭৫ সালের ২২ মার্চ মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং বিগত ১৯৯৬ সালে দেশরতœ, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ইসলামিক ফাউন্ডেশনের অধিনে ২০১৯ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদে ৬ষ্ঠ পর্যায়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পটি পরিচালনা করেন। বর্তমানে সারা বাংলাদেশে ৭৩ হাজার ৭শত ৬৮টি কেন্দ্রে শিক্ষক-শিক্ষিকার আওতায় ২৪ লক্ষ ১৪ হাজার ২ শত জন ছাত্র-ছাত্রী শিক্ষা গ্রহণ করছে। আমরা সকলে পরিবার পরিজন নিয়ে অল্প বেতনে কেন্দ্রগুলি পরিচালনা করছি। সকল জনবল রাজস্বখাতে স্থানান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবীতে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি প্রদান করা হলো। এব্যাপারে প্রধানমন্ত্রীর নেক হস্তক্ষেপ কামনা করছি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুসফিকুল আলম হালিম স্মারকলিপি গ্রহণ করেন এবং স্মারকলিপিটি যথাযথ কর্তৃপক্ষের দপ্তরে পাঠানোর ব্যবস্থা করবেন মর্মে আশ্বস্থ করেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments