সারাদেশ

আজ মহাস্থান গড়ে হতে যাচ্ছে পাগলা পাগলীর মিলন মেলা

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃআনন্দ উদ্দিপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আজ বগুড়ার ঐতিহাসিক মহাস্থান গড়ে পাগলা পাগলীর মিলন মেলা।ঐতিহাসিক পুন্ড্রবর্ধন নগরী নামে খ্যাত মহাস্থান গড়। প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হচ্ছে শেষ বৈশাখ বা শেষ বৃহস্পতিবার। ইতিমধ্যে দেশ বিদেশের সাধু দরবেশদের আগমন ঘটেছে। এ দিনে সারারাত শরিয়ত মারিফত সহ বিভিন্ন গানে রাতটি অতিবাহিত করা হবে। অন্যদিকে মহাস্থান মাজারের কেদ্রীয় মসজিদে ধর্মপ্রাণ মানুষেরা নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির আজগরের মাধ্যমে দিন ও রাতটি অতিবাহিত করবে। এদিবসটি পালনের জন্য স্থানীয় পুলিশ প্রশাসন, মাজার কর্তৃপক্ষ সকল ব্যবস্থা গ্রহন করেছে। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে কুলসুম সম্পা, থানার অফিসার ইনচার্জ মনজুরুল আলম তাঁরা জানান এদিবসটি শান্তি পূর্ণভাবে পালনের জন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পোষাকধারী ও সাধা পোষাকধারী পুলিশ, গোয়েন্দা বিভাগের সদস্য সহ ৩/৪ শত জন আইন শৃংখোলা বাহিনীর সদস্যগণ দায়িত্ব পালন করছে। এ দিবসকে কেন্দ্র করে গত২/৩ দিন পূর্ব থেকে খাদ্যের দোকান সহ শত শত দোকান বসানো হয়েছে। হযরত শাহ সুলতান (রঃ) এর আগমনের পর এখানে তিনি ইসলাম প্রচার করেছিলেন। তার মাজার এখানেই রয়েছে এবং এ এলাকায় ঐতিহাসিক অনেক নিদর্শন রয়েছে, যা দেখার জন্য এ দিন ছাড়াও প্রতিদিন তার মাজার জিয়ারত করার জন্য লোকজনের আগমন ঘটবে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments