সারাদেশ

পীরগঞ্জ পৌরসভার মেয়রের স্বেচ্ছাচারিতা অনিয়ম দূর্নীতির প্রতিবাদে কাউন্সিলরদের সংবাদ সম্মেলন

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে জনস্বার্থ রক্ষার্থে পৌর মেয়র এএসএম তাজিমুল ইসলাম এর স্বেচ্ছাচারিতা, সমন্বয়হীনতা, অনিয়ম-অব্যবস্থাপনা ও দূর্নীতিসহ পৌরসভার উন্নয়ন পরিপন্থী নানা কর্মকান্ডের প্রতিবাদে পীরগঞ্জ পৌরসভা-রংপুরের সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর কর্তৃক আয়োজিত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ১১ মে বৃহষ্পতিবার সকাল ১১টায় কাউন্সিলর আলমগীর হোসেন এর বাসভবনে এ সংবাদ সম্মেলনে ০৮ কাউন্সিলরের স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন পৌরসভার ১,২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা কাউন্সিলর আনজুয়ারা খাতুন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানা গেছে, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও দায়িত্ব গ্রহণের পর থেকেই তারা মেয়র কর্তৃক দারুণভাবে উপেক্ষিত। সময় মত পৌরসভার মাসিক সভা, সভার রেজুলেশন কপি সরবরাহ না করা, বার্ষিক আয় ব্যয়ের হিসাব না দেয়াসহ নানাভাবে মেয়র শামীম স্বেচ্ছাচারিতার ভুমিকা পালন করে থাকেন। তার কিছু নিকটজন লোকজন দিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালনা করে মর্মে কাউন্সিলরা দাবী করেন। এ বিষয়ে প্রতিবাদ ও প্রতিকার চেয়ে আবেদন করেও কোন ফল পাইনি তারা। তারা আরো জানান, মেয়র শামীম বিশেষ পরিচয়ে ক্ষমতার অপব্যবহার করে তার প্রিয়ভাজন কিছু বে-সরকারি লোক দিয়ে পৌরসভার কার্যক্রম পরিচালনা করেন এবং তাদের আবেদন আমলে না নিয়ে তারা জনগণের কাছে দেয়া প্রতিশ্রতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছি আমরা। এ প্রেক্ষিতে সংখ্যাগরিষ্ঠ কাউন্সিলর বাধ্য হয়ে গত ২২ মার্চ তারিখে পীরগঞ্জ পৌরসভা-রংপুর এর মেয়র তাজিমুল ইসলামের বিরুদ্ধে স্থানীয় সরকার (পৌরসভা) আইন/২০০৯ এর ৩৮(২) ধারা মতে অনাস্থা প্রস্তাব সহ উপ-পরিচালক, স্থানীয় সরকার-রংপুর বরাবরে আবেদনপত্র দাখিল করে এবং যার অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়। এতে তিনি ক্ষুব্ধ হয়ে নানাভাবে নানা কর্মসূচির মাধ্যমে তাদের হেনস্তা করে আসছে। কাউন্সিলরা অভিযোগ করে বিশেষভাবে উল্লেখ করেন যে, মেয়র বিধি বহিঃর্ভুতভাবে একই স্মারকে একই তারিখে প্রতিস্থাপন দেখিয়ে নতুন প্যানেল মেয়র কমিটি গঠন করে এবং জনগণের কাছে তাদের হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তাদের বাদ দিয়েই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ভিজিএফ কর্মসূচির চাল বিতরণ করেন। এতে তারা জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয় এবং চরমভাবে তাদের সম্মানহানী ঘটে। এসব বিষয়েও তারা উপ-পরিচালক, স্থানীয় সরকার-রংপুর বরাবর আবেদনপত্র দাখিল করে এবং যার অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করেন। তারা সুষ্ঠ তদন্ত সাপেক্ষে এ বিষয়ে বিচার দাবী করেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর কবিরুল ইসলাম, মশিউর রহমান পারভেজ, আলমগীর হোসেন, আরমান আলী তালুকদার, আশরাফুল ইসলাম, নুরুল ইসলাম, আনজুয়ার খাতুন ও শাবানা বেগম।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments