সারাদেশ

তারাগঞ্জে জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান কর্তন ও মাঠ দিবস

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের তারাগঞ্জে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, কেয়ার বাংলাদেশ ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কারিগরী সহায়তায় এবং ইএসডিও কর্তৃক বাস্তবায়নকৃত জয়েন্ট এ্যাকশান ফর নিউট্টেশন আউটকাম (জানো) প্রকল্পের সহযোগিতায় জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ১০০ এর ফসল কর্তন ও মাঠ দিবস সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, আঞ্চলিক কার্যালয় রংপুরের বাস্তবায়নে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর তারাগঞ্জের সহযোগিতায় কুর্শা ডাঙ্গাপাড়ায় উক্ত জিংক সমৃদ্ধ বঙ্গবন্ধু ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর বিভাগ কৃষিবীদ জনাব আফতাব হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রশিক্ষণ কর্মকর্তা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুর এনামুল হক, প্রধান বৈজ্ঞানিক কর্মকতা ও ইস্টেশন ইনচার্জ বাংলাদেশ ধান গবেষণা ইনষ্টিটিউট রংপুর ড. রাকিবুল ইসলাম, তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা উর্মি তাবাস্সুম।
এছাড়াও জানো প্রকল্পের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, ফিন্যান্স এন্ড এডমিন ম্যানেজার রফিকুল ইসলাম, টেকনিক্যাল অফিসার নিউট্রিশন সেন্সেটিব এ্যাগ্রিকালচার, কেয়ার বাংলাদেশ নীহার কুমার প্রামানিক, সহকারী প্রকল্প ব্যবস্থাপক জানো প্রকল্প ইএসডিও মাসুদ রানা।  

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments