সারাদেশ

ফুলবাড়ীতে ছোট যমুনা নদীর উপর নবনির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন॥

ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে উপজেলার কার্যালয়ের সদর দপ্তরের সংযোগ সড়কসহ যমুনা নদীর উপর নবনির্মিত গার্ডার ব্রীজ উদ্বোধন করেছেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক মন্ত্রী বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার এমপি।
গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় নবনির্মিত ব্রীজটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধি সমাবেশের প্রধান অতিথি হিসেবে তিনি এ বীজসহ সংযোগ সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
নবনির্মিত ব্রীজসহ সংযোগ সড়ক উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে সুজাপুর সরকারী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সুধি সমাবেশে, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ওয়াসিকুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন, ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন। এতে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মিজানুর রহমান সরদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বেতদিঘী ইউপি চেয়ারম্যান উপাধক্ষ্য শাহ আব্দুল কুদুস, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি উপাধক্ষ্য মিজানুর রহমান প্রমুখ।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ২০১৭-২০১৮ অর্থ বছরের তিন কোটি ৬৩ লাখ ৩৭ হাজার ৮৯ টাকা ব্যায়ে ছোট যমুনা নদির উপর গার্ডার ব্রীজ ও সংযোগ সড়ক নির্মান করা হয়। এ বীজ সংযোগ সড়ক নির্মান করায় পৌর শহরের বাহীর দিয়ে যানজট ছাড়ায় উপজেলা প্রশাসন কার্যলয় ও উপজেলা পরিশোধে যাতায়াত করতে পারবে উপজেলার অধিকাংশ এলাকাবাসী।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments