বিশ্বযোগ

জাহাজ থেকে উদ্ধার করে বাংলাদেশি নাবিকদের নেওয়া হচ্ছে পোল্যান্ডে

পোল্যান্ড থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এ খবর জানিয়েছেন।

রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন আরও জানান, বন্দরটির আশপাশের এলাকায় বাংলাদেশি অনেকে রয়েছেন- যাদের সহায়তায় এ কাজটি দ্রুত করা সম্ভব হয়েছে। হাদিসুর রহমানের মরদেহও তাদের সাথে রয়েছে। সবাইকে সীমান্ত পার করে পোল্যান্ডে নিয়ে যাবার চেষ্টা করা হচ্ছে।

এর আগে, বিমান হামলার পর থেকেই জীবিত ২৮ নাবিক বারবার তাদের নিরাপদে সরিয়ে নেওয়ার আকুতি জানাতে থাকেন। জাহাজে তাদের রুদ্ধশ্বাস মূহুর্তগুলো ভিডিও বার্তায় জানাতে থাকেন। এরপরই তাদের উদ্ধারে চেষ্টা শুরু করে সরকার।

জাহাজের নাবিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত মাসুদুর রহমানের ভাই মফিজুল ইসলাম জানান, হামলার পর বৃহস্পতিবার সকালে তার ভাই জানিয়েছেন, জাহাজের রান্নার সরঞ্জাম নষ্ট হয়েছে। এখন তারা শুকনা খাবার খেয়ে আছেন। দ্রুত উদ্ধার না করলে আরও বিপদে পড়তে হবে।

‘রাশিয়ার’ রকেটের আঘাতে বিধ্বস্ত 'বাংলার সমৃদ্ধি'। আচমকা হামলায় মুহূর্তে জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হয় ইউক্রেনের অলভিয়া বন্দরে থাকা বাংলাদেশি জাহাজটি। জাহাজের ব্রিজে অবস্থানরত থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments