সারাদেশ
চিরিরবন্দরে বেঙ্গল ইসলামী লাইফ ইনসুরেন্স লিমিটেড অফিসে মত বিনিময় আলোচনা ও দেওয়া অনুষ্ঠিত।
চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধিঃ
চিরিরবন্দর ঘুঘুরাতলীতে মনিরের বিল্ডিং এর ৩য় তলায় বেঙ্গল ইসলামী লাইফ ইনসুরেন্স লিমিটেড অফিসে কর্মকর্তা, কর্মচারী, মাঠ কর্মী, গ্রাহক, সমাজে গণ্য মান্য ব্যাক্তি বগর্ অফিস বিল্ডিং এর মালিক সহ এলাকার অনেকের উপস্থিতিতে গত শনিবর সকাল সাড়ে ১০টায় অফিসের শুভ উদ্বোধন আলোচনা ও মত বিনিময় অনুষ্ঠিত হয়। প্রধান অতিথী ওসমান গনী সরকার, উপ প্রকল্প প্রধান, প্রধান কার্যালয়, ঢাকা, বিশেষ অতিথিঃ হুমায়ন কবির, সহকারী প্রকল্প প্রধান, প্রধান কার্যালয়, ঢাকা। আরো উপস্থিত ছিলেন সহকারী ব্যবস্থাপক চিরিরবন্দর শাখা শানু। সভাপত্বি করেন মোঃ নজরুল ইসলাম, জেনারেল ম্যানেজার চিরিরবন্দর শাখা। এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো, আপনারা সকলেই বীমার সাথে সংযুক্ত হন, জীবনকে সাবলম্বি করুন। এ সময় বীমা কোম্পানীর মাঠ কর্মী সহ কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় সুধিজন উপস্থিত ছিলেন।
Comments