সারাদেশ

আটোয়ারীতে আশ্রায়ন-২ প্রকল্পের উপকারভোগীদের আয়বর্ধনমূলক প্রশিক্ষণের সমাপনী

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি ঃ মুজিববর্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রায়ন-২ প্রকল্পের উপকারভোগীদের পুনর্বাসনের লক্ষ্যে (দারিদ্র বিমোচন ও পুনর্বাসন) শীর্ষক ১০ দিনব্যাপি আয়বর্ধনমূলক প্রশিক্ষণ পঞ্চগড়ের আটোয়ারীতে শেষ হয়েছে। উপজেলার ৬ ইউনিয়নের ৪০১টি ঘরের উপকারভোগী ৪০১ জন নারী-পুরুষ এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করেন। উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ( ১৪ মে) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে প্রশিক্ষণ সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে পরামর্শ ও উপদেশমুলক বক্তব্য রাখেন এবং প্রশিক্ষনার্থীদের হাতে প্রশিক্ষণ ভাতা বিতরণ করেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ তৌহিদুল ইসলাম। এসময় আরো বক্তব্য রাখেন, আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম, উপজেলা স্বাস্থ্য ও প. প. অফিসার ডা. মোঃ হুমায়ুন কবীর,সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নজরুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান আবু জাহেদ, নিজের অনুভুতি ব্যাক্ত করে বক্তব্য রাখেন, উপকারভোগী প্রশিক্ষনার্থী মোঃ সোবহান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা। এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল কাদের, সিনিয়র সহকারী কমিশনার( ভূমি ) মোঃ জাকির হোসেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শায়লা সাঈদ তন্বী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ প্রশিক্ষনার্থীবৃন্দ। প্রধান অতিথি বলেন, এ ১০ দিনব্যাপি প্রশিক্ষণে মৎস্য চাষ,গবাদী পশু ( ছাগল,ভেড়া ও গরু) ও পাখি ( হাঁস,মুরগি ও কবুতর) পালন, পাখির রোগ প্রতিরোধ এবং বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক ট্রেড এই প্রশিক্ষণ প্রদান করা হয়। এসব বিষয় ভিত্তিক প্রশিক্ষণে গবাদি পশু নির্বাচন, খাদ্য, রোগ প্রতিরোধ, চাষাবাদের কৌশল ও বাজার জাত করণ বিষয়ক ধারনা দিয়েছেন সংশ্লিষ্টরা। প্রশিক্ষণ গ্রহণের পর উপকারভোগীরা বিভিন্ন আয়বর্ধনমুলক কার্যক্রম গ্রহন করতে পারবেন।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments