সারাদেশ

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে এক ব্যক্তি নিহত

চিরিরবন্দর, দিনাজপুর প্রতিনিধিঃ
দিনাজপুর চিরিরবন্দর উপজেলার আঞ্চলিক সীমান্তে বিএসএফের গুলিতে মনজুরুল ইসলাম (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছে। গত মঙ্গলবার দিবাগত রাতে চিরির বন্দর উপজেলার আমতলী সীমান্তে এ ঘটনা ঘটে। নিহত মঞ্জুরুল চিরিরবন্দর উপজেলার শাহাপাড়া গ্রামের মজিবুর রহমানের ছেলে। চিরিরবন্দর থানা পুলিশ সূত্রে জানা যায়, মনজুরুল সহ কয়েকজন ব্যক্তি গভীর রাতে আমতলী সীমান্তে যায়। এ সময় তারা সীমান্তের ওপারে যাওয়ার চেষ্টা করলে বিএসএফের গুলিতে মনজুরুল নিহত হয়। চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশিদ জানান, মনজুরুলের লাশ সুরতহাল করা হয়েছে শরীরে চারটি গুলির চিহ্ন পাওয়া গেছে। মনজুরুল এলাকার চিহ্নিত চোরাকারবারি বলে জানা যায়। গত মঙ্গলবার রাতে মনজুরুল সহ কয়েকজন সীমান্তে ফেনসিডিল আনার জন্য গিয়েছিল বলে তিনি জানতে পেরেছেন। বিজিবি ২৯ ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির জানান, আমতলী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ পাওয়া গেছে। সে বিএসএফের গুলিতে নিহত হয়েছে কিনা সেটি জানার জন্য বিএসএফের সাথে সকাল দশটায় পতাকা বৈঠক ডাকা হয়েছে ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments