সারাদেশ

ধামইরহাটে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারে দুই দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের আওতায় ২দিন ব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৭ ও ১৮ মে দুই দিন ব্যাপী ৩০ জন কৃষককে কৃষক প্রশিক্ষনের সমাপনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহীর অতিরিক্ত পরিচালক মো. সামসুল ওয়াদুদ, এর আগে তিনি গত ১৬ মে থেকে শুরু হওয়ায় কৃষি প্রযুক্তি মেলা পরিদর্শনেও সন্তোষ প্রকাশ করেন এবং সমন্বিত ব্যবস্থাপনার মাধ্যমে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্পের আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণের আওতায় কৃষক দেওয়ান জাহিদ হাসানকে পাওয়ার থ্রেসার (বঙ্গা মেশিন) ভর্তূকিমুল্যে প্রদান করেন। বিশেষ অতিথি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নওগাঁর উপ-পরিচালক মো. আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি অফিসার কৃর্ষিবিদ মো. তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আসাদুজ্জামান আসাদ,উপসহকারী উদ্ভিদ সংরক্ষন অফিসার মো. আলেফ উদ্দিন, উপসহকারী কৃষি অফিসার যথাক্রমে জাহাঙ্গীর রাব্বি, মাসুদ রানা, আবু সাইদ, মো. সানাউল ইসলাম, মেহেদী হাসান, শাকিল হোসেন প্রমুখ।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments