September 16, 2024
সারাদেশ

গোবিন্দগঞ্জে সাঁওতাল হত্যার বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃগাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় সাঁওতাল হত্যামামলার বিচার কার্যক্রম দ্রুত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও মহাসড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করে।  

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে গোবিন্দগঞ্জ শহরে বিভিন্ন সড়ক বিক্ষোভ প্রদর্শন করে থানা মোড়ে এসে অবস্থান নেয়। এসময় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে। এতে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন ঘটনাস্থলে পৌঁছে সংগঠনের সভাপতি ফিলিমন বাস্কে সহ অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলোচনা করলে বিক্ষোভকারীরা অবস্থান তুলে নিয়ে স্থান ত্যাগ করে।এর আগে বিক্ষোভ চলাকালে সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, মামলাটি দীর্ঘদিন ধরে বিচারাধীন রয়েছে। মামলাটির বিচার কার্যক্রম দ্রুত সম্পন্ন করার দাবী জানান।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments