সারাদেশ

নিরাপদ সড়কের দাবিতে চালকদের সংহতি প্রকাশ

সড়কে যানবাহনের সর্বোচ্চ গতি নির্ধারণসহ নিরাপদ সড়কের দাবি জানিছেন সিএনজি চালকরা। ৭ম জাতিসংঘ বৈশি^ক নিরাপদ সড়ক সপ্তাহ ২০২৩ পালন উপলক্ষে সংহতি প্রকাশের মাধ্যমে তারা এই দাবি জানান। তারা বলেন, প্রতিনিয়ত সড়কে দুর্ঘটনা ঘটছে। আর এতে অকালে প্রাণ হারাচ্ছে শত শত মানুষ। এই দুর্ঘটনার পেছনে যেমনিভাবে চালকরা দায়ী ঠিক তেমনই পথচারীরাও দায়ী। তাই সড়ক দুর্ঘটনা রুখতে চালক এবং পথচারীদের আরো সচেতন হতে হবে।
শনিবার (২০ মে) সকাল ১১ টায় ঢাকা আহ্ছানিয়া মিশন স্বাস্থ্য সেক্টরের আয়োজনে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এক মানবন্ধনে এই দাবি জানানো হয়। এবারের প্রতিপাদ্য বিষয় হলো “রিথিংক মোবিলিটি”।
উক্ত মানববন্ধনে সিএনজি চালকরা যে সকল দাবি জানান তার মধ্যে উল্লেখযোগ্য হলো সড়ক পথচারী বান্ধব করা, যত্রতত্রে যানবাহন পার্কিং না করা, পথচারীরা অনিয়মভাবে রাস্তা পারাপার না হওয়া, রাস্তা পারাপার অবস্থায় মুঠোফোন ব্যবহার না করা, ট্রাফিক নির্দেশনা মেনে চলা ইত্যাদি। ঢাকা আহ্ছানিয়া মিশনের সাথে সড়ক নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠন সহ ঢাকা উদ্যান সিএনজি চালক সমিতি মানববন্ধনে যুক্ত হয়ে এই সংহতির সাথে একাত্মতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত এপ্রিল মাসে ৫২৬টি সড়ক দুর্ঘটনায় ৫৫২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ৮৫২ জন। সড়কে দুর্ঘটনায় নিহত-আহতদের মধ্যে ১৬৩ জন চালক, ৯০ জন পথচারী, ৩৭ জন পরিবহনকর্মী, ৩২ জন শিক্ষার্থী, ৪ জন শিক্ষক, ২৫ জন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য বলে জানা গেছে। তাদের মধ্যে ৭৩ জন নারী ও ৬৩ জন শিশু। এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ১৬ জন নিহত হয়েছেন বলে সুত্রে জানা গেছে।

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments