সারাদেশ

জাতিসংঘে যাচ্ছেন সিলেটের তরুণ উদ্যোক্তা আল হাসান মিলাদ

জাতিসংঘের ইউনাইটেড ন্যাশন বেস্ট ইয়ুথ ইন্ট্রাপ্রিনিউয়ার অ্যাওয়ার্ডের (টঘইণঊঅ) জন্য মনোনিত হয়েছেন সিলেটের গোলাপগঞ্জ উপজেলার তেইশ বছরের তরুণ আল হাসান মিলাদ।মঙ্গলবার দুপুরে আল হাসান মিলাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘‘২০২২ সালের এ অ্যাওয়ার্ডের নমিনেশন পান তিনি। এ অ্যাওয়ার্ডটি প্রতি ৪ বছর পর-পর দেওয়া হয়। ২০২৩ সালের ১৮ এপ্রিল ইউনাইটেড ন্যাশন বেস্ট ইয়ুথ ইন্ট্রাপ্রিনিউয়ার অ্যাওয়ার্ডের জন্য আল হাসান মিলাদকে ইমেইল পাঠায় জাতিসংঘ কর্তৃপক্ষ। এছাড়া এশিয়ার ভারত, পাকিন্তান, নেপাল থেকে রয়েছেন কয়েকজন। এর আগে ২০১৮-২০২২ সালের জন্য সেরা উদ্যোক্তা নির্বাচিত হন আল হাসান মিলাদ। তাছাড়াও এশিয়ান ৩য় সার্ক ইয়ুথ রিজিওনাল অ্যাওয়ার্ডও পেয়েছেন। তবে আন্তর্জাতিকভাবে এটি হচ্ছে তার প্রথম অ্যাওয়ার্ডের নমিনেশন। ২০২৪ সালের ৫ জুন যুক্তরাষ্ট্রের হেডকোয়ার্টারে অনুষ্ঠিত হবে ইউএনবিওয়াইইএ (টঘইণঊঅ) এর অনুষ্ঠান। সেখানে বাংলাদেশি ২য় ব্যক্তি হিসেবে যোগদান করবেন তিনি।’’
তিনি আরও জানান, ‘‘এর আগে মোহাম্মদ ইমরান পেয়েছিলেন ইউএনবিওয়াইইএ-এর অ্যাওয়ার্ড। কিন্তু সিলেট থেকে প্রথম ও সবচেয়ে কম বয়সের ব্যক্তি হিসেবে নমিনেশন পেয়েছেন তিনি। অ্যাওয়ার্ড প্রদানকালে সেখানে উপস্থিত থাকবেন অ্যামাজনের প্রডিতষ্ঠাতা ও সিইও জেফ বেজোস, আমেরিকান বিজনেস ম্যাগনেট ল্যারি পেইজ, ব্রিটিশ উদ্যোক্তা রিচার্ড ব্রানসন, ফ্রান্সিস উদ্যোক্তা বার্নার্ড আর্নাল্ট ছাড়াও আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি।’’
‘‘অনুভূতি প্রকাশ করতে গিয়ে এই তরুণ বলেন, আমি কখনো ভাবিনি যে আমি জাতিসংঘের মতো একটা অরগানাইজেশান থেকে এওয়ার্ডের নমিনেশন পাব। তবে এখন আমার মনে হচ্ছে আমার কষ্টগুলো সার্থক হয়েছে, কারণ যখন সারাদেশ ঘুমিয়ে থাকে তখনও আমি জেগে থাকি। সকাল ১০ টা থেকে রাত ২ টা পর্যন্ত জেগে দেশের প্রথম শ্রেণীর ব্যক্তিদের সাইবারের নিরাপত্তা দেওয়া এখন আমার জন্য সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ।’’
‘‘একজন সফল উদ্যোক্তা হওয়ার বিষয়ে তিনি বলেন, একজনে উদ্যোক্তা হতে গেলে আপনার সঠিক পরিশ্রম, আস্থা ও ধৈর্য থাকলেই হবে। আপনি যখন একজন উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুতি নিবেন তখন প্রথম বারই আপনি একটা বড়-সড় ধাক্কা খাবেন; আর এই ধাক্কা খেয়ে টিকতে না পারেন তাহলে ধরে নিবেন এই কাজ হওয়া আপনার জন্য না। বার-বার ধাক্কা খেয়ে শিখতে হয়, তাহলেই আপনি সফল। তাই যাই করুন নিজের উপর আস্থা হারানো যাবে না।’’

Jamie Belcher

info@jagobahe24.com

News portal manager

Follow Me:

Comments