অপরাধ
সাদুল্লাপুরে সিগারেটের প্যাকেটের মধ্যে ১০০ পিস ইয়াবা জব্দ

ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় সিগারেট প্যাকেটের ভেতর থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ডিবি পুলিশ। এসময় মাদক কারবারি ইয়াকুব আলীকে (৩০) গ্রেফতার করা হয়েছে। সোমবার (২২ মে) দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ কার্যালয়ে থেকে গণমাধ্যম কর্মীদের এ তথ্য জানানো হয়। গ্রেফতার ইয়াকুব আলী সাদুল্লাপুর উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক রুহিয়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে।
গাইবান্ধা জেলা গোয়েন্দা বিভাগ (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, রোববার (২১ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ওই ইউনিয়নের খোর্দ্দরুহিয়ার জামলারজান ব্রিজের পাশে তিন রাস্তার মোড়ে অভিযান পরিচালনা করে ডিবি। এসময় ইয়াকুব আলীর কাছে থাকা সিগারেট প্যাকেটের ভেতর থেকে গোলাপি রঙয়ের অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
Comments